Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: সৌদি আরবের মক্কা ও মদিনা নগরীতে ইসলামী স্থাপনা যদি কোনো কারণে হুমকিতে পড়ে তা রক্ষায় বাংলাদেশ সৈন্য পাঠাতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সফর উপলক্ষ্যে আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বে হওয়া ৩৪টি মুসলিম দেশের সামরিক জোটে বাংলাদেশের অবস্থান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় নব্বয়েইর দশকে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নেতৃত্বে কুয়েত আক্রমণের উদাহরণ দিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, এর আগেও আমরা সৌদি আরবে সেনা পাঠিয়েছি। কিন্তু সেটা যুদ্ধের জন্য নয়। যুদ্ধের কারণে পবিত্র মক্কা ও মদিনা নগরী যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই জন্য সৈন্য পাঠানো হয়েছিল।
সামরিক জোটের প্রয়োজনে যদি সৌদি আরব বাংলাদেশের কাছে সৈন্য চায় তখন বাংলাদেশ কি করবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ জোটে বাধ্যবাধকতার কোনো নিয়ম নেই। কেউ যদি কারও প্রস্তাবে সাড়া দেন সেটা সেই দেশের বিষয়।
বাংলাদেশ এমন প্রস্তাবে সাড়া দিবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রস্তাব এলে পরে সেটা বলা যাবে।
সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্যে পাঁচ দিনের দ্বিপাক্ষিক সফরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এ দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে ওমরা হজ পালন করবেন তিনি।
আগামী শুক্রবার দুপুরে ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়ে এদিন সন্ধ্যায় জেদ্দা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে সরকার ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে থাকবে।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সে দেশের নেতৃত্বে আসার পর শেখ হাসিনার এটাই প্রথম সফর। বাদশাহসহ সেদেশের উচ্চ পর্যায়ের সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।