Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road accident bdখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: কক্সবাজারের কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডস্থ বিচ পাবলিক স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। নিহত আইনজীবী হুমায়ুন আহমদ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সকালে সিএনজি অটোরিকশাযোগে রামুর কলঘর এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন আহমদ। সকাল সাড়ে ৮টার দিকে লিংক রোড এলাকায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস তাদের সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পথে অপর এক যাত্রী মারা যান। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

তিনি আরো জানান, ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে বাংলাবাজার এলাকার লোকজন বাসটিকে আটক করেছে।