খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা তৈরি পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ-এর প্রধান কার্যালয় ভাঙার বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আইনজীবীরা জানান, এই রায়ের ফলে বিজিএমইএ ভবন ভাঙতে আইনগত আর কোনো বাধা থাকল না।
বিভিন্ন পরিবেশবাদী সংগঠন হাতিরঝিল থেকে এই ভবনটি অপসারণ করতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিল।