Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: শুরু থেকে ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডে ছিলেন না কাকা। কিন্তু চোটের কারণে সেই স্কোয়াড থেকে দগলাস কস্তা ছিটকে পড়ায় ডাক পান কাকা। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবার এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েতে হয়েছে ওরল্যান্ডো সিটির এই মিডফিল্ডারকেও। কাকার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।
কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। বুধবার কাকার পরিবর্তে গ্যানসোকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছেন দুঙ্গা।
২০১২ সালে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যানসো। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকায় আবারও ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।
ব্রাজিল দলে ইনজুরির মিছিল যেন থামছেই না। এর আগে চোট পেয়ে ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে পড়েন সান্তোসের ফরোয়ার্ড রিকার্দো অলিভেইরা। তার পরিবর্তে বেনফিকার ফরোয়ার্ড জোনাসকে দলে নেন দুঙ্গা।
আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।