Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা বাড়ছে না। বাজেট আলোচনায় এফবিসিসিআইসহ দেশের বিভিন্ন সংগঠন করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি করলেও প্রস্তাবিত বাজেটে তা আমলে নেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, করমুক্ত আয়সীমা গত বাজেটেরটাই বহাল থাকছে। এ হিসাবে আসছে অর্থবছরে যারা বছরে আড়াই লাখ টাকার কম আয় করবেন তাদেরকে কোনো কর পরিশোধ করতে হবে না। এফবিসিসিআই এই সীমাকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছিল।
২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কর না দিতে হলেও পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ১০ শতাংশ আয়কর, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫ শতাংশ আয়কর, পরবর্তী ৬ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ২০ শতাংশ আয়কর দিতে হবে। এছাড়া পরবর্তী ৩০ লাখ টাকা আয়ের উপর ৩০ শতাংশ আয়কর পরিশোধ করতে হবে।
নারী ও বয়স্ক করদাতাদের (৬৫ বছর ঊর্ধ্ব) করদাতাদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকাই বহাল থাকছে। একই ভাবে প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৪ লাখ ২৫ হাজার টাকা থাকছে।
প্রসঙ্গত জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশের ৪৬তম বাজেট পেশ করবেন।