খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: রাঙ্গামাটি :নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় সোনালী ব্যাংকের রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা উপল চাকমাকে (৩৫) আটক করেছে রাঙ্গামাটির কোতয়ালি থানা পুলিশ। বুধবার রাতে রাঙ্গামাটি জেলা পরিষদ ভবন সংলগ্ন সোনালী ব্যাংকের মূলফটক থেকে তাকে আটক করা হয়। ওই সময় উপল চাকমা ব্যাংকের কাজ শেষে বাড়িতে যাচ্ছিলেন বলে জানান রাঙ্গামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ।
ওসি বলেন, আটক উপল চাকমাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন রাঙ্গামাটির আদালত।
জানা যায়, উপল চাকমা তার মা বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে শহরের কালিন্দীপুরে ভাড়া বাসায় থাকেন। পরকীয়ার জেরে প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হয়। তার এক পর্যায়ে রোববার উপল চাকমা স্ত্রী নুকু চাকমাকে বেদম মারধর করেন। পরে খবর পেয়ে বাসায় পড়ে থাকা আহত নুকু চাকমাকে মঙ্গলবার উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। এ ঘটনায় বুধবার উপলের স্ত্রী নুকু চাকমা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় স্বামী উপল চাকমাসহ তার বাবা সাধন চাকমা ও মা আলপনা চাকমাকে আসামি করা হয়।
উপলের স্ত্রী নুকু চাকমা বলেন, তাকে যখন তার স্বামী নির্যাতন করত তখন তার মা-বাবা নীরব থেকে ভেতরে ভেতরে ছেলেকে উস্কানি দিতেন। পরিবারের শান্তির জন্য এতদিন সব নির্যাতন সহ্য করে এসেছিলেন নুকু চাকমা। শেষে স্বামীর নির্যাতনের বিরুদ্ধে আইনের আশ্রয় পেতে বাধ্য হয়ে মামলা করতে হয়েছে তাকে।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. রশীদ মামলা ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপলের স্ত্রী নুকু চাকমা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলা দিলে পুলিশ আসামি উপল চাকমাকে আটক করে। মামলার ব্যাপারে তদন্ত চলছে। মামলার অপর দুই আসামিকে আটকের চেষ্টা চলছে।