খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে গত ২৮ মে ৫ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৩৬ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে। এদের মধ্যে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারিয়েছেন বলে জানা গেছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সাতটি ইউনিয়নের জামানত হারানো প্রার্থীরা হলেন, সাতপোয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুল হাই তালুকদার এবং সতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ, পোগলদিঘা ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মোঃ রুকনুজ্জামান রুকন এবং জাতীয় পার্টির মোশারফ হোসেন, আওনা ইউনিয়নের বিএনপি প্রার্থী সুরুজ মিয়া, সতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন, হিরো মিয়া, আব্দুল কুদ্দুস, শামিম রেজা, ডোয়াইল ইউনিয়নের জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজ্দা, মাসুদ পারভেজ জোসনা, শফিকুল ইসলাম, ফারুক হোসেন ফকির, বদরুদ্দুজা বাহাদুর, কামরাবাদ ইউনিয়নের বিএনপি প্রার্থী সেলিম মিয়া, সতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন, ভাটারা ইউনিয়নের বিএনপির প্রার্থী হারুনুর রশিদ খান, জাতীয় পার্টির মোজাফ্ফর হোসেন, সতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, আক্রম হোসেন, এবং শফিকুল ইসলাম , মহাদান ইউনিয়নের সতন্ত্র প্রার্থী লুৎফর রহমান, আব্দুল্লাহ আল হারুন, জাতীয় পার্টির শফিকুল ইসলাম,
সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কমকর্তা আজহারুল ইসলাম ‘ভোরের কাগজ’ কে জানান, ৮ ভাগের একভাগ ভোট যারা কম পেয়েছে তাদের জামানত বাতিল করা হয়েছে। আর উপজেলার সাতটি ইউনিয়নের ৩৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২৫ জনের জামানত বাতিল করা হয়েছে।