খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০২ জুন২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে পুলিশের নির্যাতনে হাসমত আলী হাসেম (৩৫) নামে এক আসামি মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন মঙ্গলবার এ কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন। সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিল্লাল উদ্দিন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির প্রধান জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক এবং অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী।
উল্লেখ্য, সোমবার ভোররাতে সরিষাবাড়ী থানা হাজতে পুলিশের নির্যাতনে পৌর এলাকার শিমলা তাড়িয়াপাড়া গ্রামের মৃত জিনাত আলী কালুর ছেলে এক সন্তানের জনক অটোবাইক চালক হাসমত আলী হাসেম নিহত হন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও, বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে। পরে জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা শান্ত হয়।