খোলা বাজার২৪, শুক্রবার, ০৩ জুন ২০১৬ : মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট-সেবার ওপর প্রস্তাবিত বাড়তি কর দেশের স্বার্থ বিবেচনা করে ভোক্তাদের আপত্তি না করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, জনবল ও অবকাঠামো বাড়ানোসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এনবি আরের অফিস স্থাপিত হবে বলেও জানান তিনি।
মুহিত বলেন, প্রস্তাবিত বাজেটের কোনো নেতিবাচক প্রভাব বাজারে পড়বে না। কেননা বিশ্ববাজারে নিত্যপণ্যের মূল্য নিম্নমুখী।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গতবারের চেয়ে অতিরিক্ত ৩৫ শতাংশ কর আদায়ের সক্ষমতা সরকারের রয়েছে। এ জন্য একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে একদিকে উৎস কর কিছুটা বাড়ানো হলেও করপোরেট ট্যাক্স কমানো হয়েছে। তাই এ খাতের ব্যবসায়ীদের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় এক লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা এবং অনুন্নয়ন ব্যয় এক লাখ ৮৮ হাজার ৯৬৬ কোটি টাকা ধরা হয়েছে।