Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, শুক্রবার, ০৩ জুন ২০১৬ : বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘প্রতিবার বাজেটের পর এটা নিয়ে প্রশ্ন তোলার কোন কারণ নেই। জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার স্থায়ী ব্যবস্থা দু’বছর আগেই করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকবে। এটা পরিবর্তন করা হবে না।’
শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৬-১৭ অর্খবছরের প্রস্তাবিত বাজেট-উত্তর আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বরাবরের মতো এবারও বাজেট বাস্তবায়ন সম্ভব এবং ‘উচ্চাভিলাষী’ হলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে দাবি করেন মুহিত।
তিনি বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী। গতবারের চেয়ে এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। বছর রাজস্ব আদায়ের পরিমাণ বেশ নিম্নমানের। এজন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)-এর দিকে। অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। চলতি মাস থেকেই এ কার্যক্রম শুরু হবে।’
প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, ‘সাত বছর ধরে এ মন্ত্রণালয়ে আছি। সাত বছরে রাজস্ব আদায়ের ক্ষমতা বহুগুণে বাড়ানো হয়েছে। কয়েক হাজার লোক নিয়োগ হয়েছে। নতুন নতুন অফিস করা হচ্ছে। কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজস্ব আদায়ে এনবি আরে সক্ষমতা বেড়েছে।’
অর্থমন্ত্রী বলেন, সরকার কী সেবা দিল -আমরা তা নিয়ে কথা বলি। কিন্তু ভাল সেবার জন্য যে পর্যাপ্ত রাজস্ব দরকার -তা নিয়ে মাথা ঘামাই না। আমরা পৃথিবীর সব দেশের থেকে কম রাজস্ব আদায় করি। ভালো সেবা পেতে হলে পর্যাপ্ত রাজস্ব দিতে হবে। আর সে জন্য একটু রাজস্ব বেশি দিলে মন্দ হয় না।