Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, শুক্রবার, ০৩ জুন ২০১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে করা বিবিসি বাংলার প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি ইসরায়েলের রাজনীতিক মেন্দি এন সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে বলে খবর প্রকাশ করে বিবিসি বাংলা। তবে এ খবরকে অসত্য বলে দাবি করেছেন জয়।
জয়ের সঙ্গে বৈঠকের খবরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, ‘একটা বহুল প্রচলিত মিডিয়া (বিবিসি), আমাদের বাংলাদেশের মানুষ বিবিসিকে যখন সব সময়ই বিশ্বাস করে, বিবিসির খবর শোনার জন্য উদগ্রীব থাকে, এ ধরনের মিডিয়ার মাধ্যমে, এ ধরনের অপপ্রচারটা আমরা আশা করিনি।’
‘আমরা মনে করছি যে, আমাদের সজীব ওয়াজেদ জয় যে চ্যালেঞ্জটি করেছে, সে চ্যালেঞ্জের জবাব আমরা দিতে বলব তাদের, যারা এ ধরনের মিথ্যা, বানোয়াট একটা খবর ছড়িয়েছে।’