Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবারের নার্স নিয়োগ পরীক্ষা বর্জন করে নার্সিং ইনিস্টিটিউটের পাশে অনুষ্ঠিতব্য কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের অরিতিরিক্ত মহাসচিব খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার কাল সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
কী কারণে শেষ মুহূর্তে এসে কর্মসূচি স্থগিত করা হলো জানাতে চাইলে তিনি বলেন, ‘আজকের নার্স নিয়োগ পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন এবং কতজন পরীক্ষা বর্জন করেছেন সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে নেই। তথ্য হতে পেয়ে কাল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে শুক্রবার সকাল ১০ থেকে পূর্বনির্ধারিত সিনিয়র স্টাফ নার্স পদের জন্য লিখিত পরীক্ষা শুরু হলেও সেই পরীক্ষা বর্জন করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পাশে নার্সিং ইনিস্টিটিউটে অবস্থান নেন নার্সরা।
উল্লেখ্য, গত ১ জুন ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে আন্দোলনরত অন্তত ৫ নার্স আহত হলেও উল্টো আন্দোলনকারী ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১ হাজার ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগ আনা হয়েছে।