Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের হাজী তোফায়েল আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সরকার দলীয় প্রার্থীর বহিরাগত সমর্থকদের গুলিতে এক ভোটার নিহত ও পুলিশ কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার সহ ৭ জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আরো ৭-৮ জন আহত হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মোশাররফ হোসেন মিলনের নৌকা প্রতীকে একতরফা সিল মারে।
বিএনপি প্রার্থীর সমর্থকদের অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বরত কর্মকর্তারা বাধা দিতে চাইলে তারা এলোপাতাড়ি গুলি ছোঁড়লে ৭জন বিদ্ধ হয়। এদের মধ্যে সহকারি প্রিসাইডিং অফিসার শরিফুল ইসলাম, মাঈন উদ্দিন, এসআই দেব, এসআই ফখরুল, কনস্টেবল শরিফুল ইসলামের নাম জানা গেছে। এসময় বহিরাগতরা ৭, ৮ ও ৯নং বুথের ব্যালট বাক্স নিয়ে যায়। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত ঘোষনা করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মো: আমিন উল আহসান, পুলিশ সুপার মো: রেজাউল হক সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে কেন্দ্রের পাশ্ববর্তী ধান ক্ষেত থেকে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়।
এদিকে কেন্দ্রের পাশ থেকে নুর আলম (২০) নামের এক যুবককে বোমাসহ আটক করা হয়। সে ওই এলাকার আবদুল কাদেরের ছেলে।