Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : 777 কবি ও সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব রোমেনা চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কবি পরিবারের সদস্যদের আয়োজনে স্মরণ সভায় এডভোকেট ফিরোজ চৌধুরী গুঞ্জণ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাহিত্যিক ডাঃ মতিউর রহমান বসনিয়া, প্রবীণ সাহিত্যিক মহফিল হক, সাহিত্যিক প্রকৌশলী খন্দকার সাইদুর রহমান, সাহিত্যিক ও সংগঠক এডভোকেট এম এ বাশার। সঞ্চালন করেন সাংবাদিক চঞ্চল মাহমুদ। স্মরণ সভায় কবিকে নিবেদিত কবিতা উচ্চারণ করেন কবি তৈয়বুর রহমান বাবু, কবি আলহাজ্ব সৈয়দ আব্দুল হালিম খসরু, কবি রমেনা বেগম রমা, কবি মোহাম্মদ কামরুজ্জামান। স্মরণ সভায় কবি রোমেনা চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের বিশিষ্ট সাহিত্যিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত প্রবীণ সাহিত্যিক ডাঃ মতিউর রহমান বসনিয়া, প্রবীণ সাহিত্যিক মহফিল হক, সাহিত্যিক প্রকৌশলী খন্দকার সাইদুর রহমান, সাহিত্যিক ও সংগঠক এডভোকেট এম এ বাশার। সম্মাননা স্মারক তুলে দেন কবির পুত্র এহেতেশাম হোসেন মুহুল, রানা মারুফ মুকুল, নাহিদ সারমিন শান্তা ও নাহিদ সাবিনা রাহাত তারা রুমা। স্মরণ সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মাহমুদুর রহমান। স্মরণ সভায় রংপুরের সর্বস্তরের সাংবাদিক ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।