খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : মুন্সিগঞ্জ :মুন্সিগঞ্জ জেলা সুইমিংপুল কমপ্লেক্স অডিটরিয়ামে শনিবার (৪ মে) সকাল ১০টায় যক্ষা রোগ নিয়ন্ত্রনে সুশীল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটাব মুন্সিগঞ্জ জেলা সভাপতি শাহজালাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটির সদস্য সচিব মু. আবুসাঈদ সোহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, নাটাবের সাধারণ সম্পাদক এড. লাবলু মোল্লা, সদস্য এড. সেতু ইসলাম।
মতবিনিময় সভায় মুন্সিগঞ্জের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. হেলাল।
মতবিনিময় সভায় আলোচনায় বিনামূল্যে যক্ষার চিকিৎসা ও রুগীকে আর্থিক সহযোগিতাও করা হয়। যক্ষা কিভাবে আক্রমন করে এবং এর প্রতিকারের উপায় কী সে বিষয়ও আলোচনায় উঠে আসে।