Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় সারাদেশে শতাধিক মানুষ নিহতের ঘটনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষগুলো দলীয় নয়। যেসব সংঘর্ষের ঘটনা ঘটছে এর সঙ্গে সরকারের বা প্রশাসনের কোনো সম্পর্ক নেই। এটা নিছকই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে কোনো পন্থায় জেতার বাসনা পূরণ করতে গিয়ে ঘটছে।
কুষ্টিয়া পৌরসভায় এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শনিবার সকাল ১১টায় সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এসব দূঃখজনক ঘটনা কাম্য নয়। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন এ ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করলে কি হতো বা সেটা করতে পেরেছে কিনা এ বিষয়টি বিশ্লেষণ করে দেখতে হবে।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একে অপরকে হত্যার মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার প্রবণতা রাজনীতির জন্য বা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। তবে আশার খবর হচ্ছে আমরা সরকার বা প্রশাসন নিজেদের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে প্রতিপক্ষের উপর হামলা চালায়নি।
এ সময় তথ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি এখন পর্যন্ত কৌশলে যুদ্ধাপরাধ, পাকিস্তানের বাংলাদেশের ভেতরে নাক গলানো, আগুন সন্ত্রাস, খালেদা জিয়ার দুর্নীতি এবং মানুষ পোড়ানোর মামলার প্রসঙ্গ পাশ কাটানোর চেষ্টা করছে। বিএনপি বিভিন্ন অপরাধে জড়িত নেতাদের রক্ষা করার জন্য তাদের পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। আমরা মনে করি বিএনপি জঙ্গিবাদী সন্ত্রাসীদের পক্ষে সাফাই গাইবে না।
গুপ্তহত্যার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডগুলোর প্রত্যেকটি ঘটনারই আমরা সুরাহা করতে পেরেছি। মামলাগুলো চলমান রয়েছে। আর সম্প্রতিক ঘটনাগুলোরও আমরা সুরাহা করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।