খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সামাজিক অস্থিরতার কারণেই নির্বাচনে সহিংসতা ঘটছে। আজ শনিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অর্থ উপকমিটির সঙ্গে অন্য সকল উপকমিটির এ সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, সামাজিক অস্থিরতা দূরীকরণে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সব রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সামাজিক অস্থিরতা দূর করতে পারলে ভবিষ্যতে আর কোনো সময় এ ধরনের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটবে না বলে আমি বিশ্বাস করি।
যৌথসভায় আওয়ামী লীগের সম্মেলনের বাজেট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যৌথসভার বিষয় ছিল সম্মেলনের বিভিন্ন ব্যয় নিয়ে বাজেট তৈরি করা। সম্মেলন নিয়ে বিভিন্ন উপকমিটিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা কত দূর হয়েছে সে বিষয়ও সভায় আলোচনা হয়েছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, এবারের আওয়ামী লীগের সম্মেলনে সাড়ে ৬ হাজার কাউন্সিলর ও ২০ হাজারের অধিক ডেলিগেট উপস্থিত থাকবেন। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদেশি মেহমানদের আমন্ত্রণ জানানো অব্যাহ্ত রয়েছে। ইতিমধ্যে আমরা ৫০ জন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কেন্দ্রীয় নেতা এ এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।