খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলার ৪৮ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারা- রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা বরুণ কান্তি চাকমা (জেএসএস), বালুখালী বিজয় গিরি চাকমা (জেএসএস), জীবতলী সুদত্ত বিকাশ কার্বারী (জেএসএস), মগবান বিশ্বজিৎ চাকমা (জেএসএস), কুতুকছড়ি কানন চাকমা (ইউপিডিএফ) সাপছড়ি মৃণাল কান্তি চাকমা (জেএসএস), বরকল উপজেলায় বড় হরিণা লীলাময় চাকমা (জেএসএস), ভুষণছড়া মামুনুর রশীদ মামুন (আ’লীগ), আইমাছড়া অমর কুমার চাকমা (জেএসএস), বরকল সদর কমলেন্দু বিকাশ চাকমা (জেএসএস), সুবলং তরুণ জ্যোতি চাকমা (জেএসএস), নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং সুশীল জীবন চাকমা (ইউপিডিএফ) নানিয়ারচর সদর জ্যোতিলাল চাকমা (ইউপিডিএফ), বুড়িঘাট প্রমোদ খীসা (ইউপিডিএফ), ঘিলাছড়ি অমরকান্তি চাকমা (ইউপিডিএফ), বাঘাইছড়ি উপজেলার আমতলী মো. রাসেল আহমেদ (আ’লীগ), রূপকারী শ্যামল কান্তি চাকমা (আ’লীগ), মারিশ্যা মানবজ্যোতি চাকমা (জেএসএস), সাজেক ন্যানসন চাকমা (ইউপিডিএফ), খেদারমারা সন্তোষ কুমার চাকমা (জেএসএস), সারোয়াতলী তুষার কান্তি চাকমা (জেএসএস), বঙ্গলতলী জ্ঞানজ্যোতি চাকমা (ইউপিডিএফ), বাঘাইছড়ি সদর সুনীল বিহারী চাকমা (জেএসএস), কাউখালী উপজেলার ফটিকছড়ি ধন কুমার চাকমা (ইউপিডিএফ), বেতবুনিয়া খুইসাবাই মারমা (আ’লীগ), ঘাগড়া জগদীশ চাকমা (ইউপিডিএফ), কলমপতি ক্যজাই মারমা (আ’লীগ), কাপ্তাই উপজেলার চিৎমরম ক্যইসা অং মারমা (জেএসএস), কাপ্তাই সদর প্রকৌশলী আবদুল লতিফ (আ’লীগ), ওয়া¹া চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা (আ’লীগ), রাইখালী সাইমং মারমা (জেএসএস), জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সন্তোষ বিকাশ চাকমা (জেএসএস), সদর ক্যানন চাকমা (জেএসএস), দুমদুম্যা শান্তিরাজ চাকমা (জেএসএস), মৈদং সাধনানন্দ চাকমা (জেএসএস), বিলাইছড়ি উপজেলার সদর সুনীল কান্তি দেওয়ান (জেএসএস), কেংরাছড়ি অমরজীব চাকমা (জেএসএস), ফারুয়া বিদ্যালাল তঞ্চঙ্গ্যা (আ’লীগ), লংগদু উপজেলার সদর কুলিন মিত্র চাকমা (স্বতন্ত্র), আটারকছড়া মঙ্গল কান্তি চাকমা (স্বতন্ত্র), মাইনীমুখ আবদুল বারেক সরকার (আ’লীগ), গুলশাখালী আবু নাসের (বিএনপি), বগাচতর আবদুর রশীদ (আ’লীগ), ভাসান্যাদম হজরত আলী (আ’লীগ), কালাপাকুজ্যা মোস্তফা মিয়া (আ’লীগ) এবং রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা (জেএসএস), গাইন্দ্যা উথান মারমা (জেএসএস), বাঙ্গালহালিয়া নিউমং মারমা (আ’লীগ)।