Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : বাংলাদেশে সন্ত্রাসী হামলা সারা বিশ্বে চলমান সন্ত্রাসবাদ থেকে আলাদা কিছু নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
আজ রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত পরিবেশ দিবসের অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
বার্নিকাট বলেন, তাই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশ বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, পরিবেশের যেমন কোনো সীমানা নেই, কোথাও পরিবেশ আক্রান্ত হলে পৃথিবীর যে কেউ আক্রান্ত হতে পারে, তেমনি সন্ত্রাসবাদেরও কোনো সীমানা নেই। কোনো সুযোগ নেই যে বাংলাদেশের বর্তমান সন্ত্রাসবাদকে আলাদা করে দেখার। এটা বৈশ্বিক সন্ত্রাসবাদেরই অংশ। তিনি বলেন, ‘অন্তত আমাদের রিপোর্ট তাই বলছে। গত ১৫ মাসে বাংলাদেশে ৪০টি বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। এগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশের অন্যান্য যে বন্ধুরাষ্ট্র রয়েছে, তাদের সঙ্গে নিয়ে আমরা মোকাবিলা করতে চাই।’
আজই সন্ত্রাসী হামলায় চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী ও নাটোরে এক খ্রিস্টান দোকানিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।