খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : মুম্বাইয়ের নিকটবর্তী স্থানে মুম্বাই-পুনে এক্সপ্রেস সড়কে একটি বাস ও দুটি প্রাইভেট কারের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
রবিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পুনে থেকে একটি বাস মুম্বাই শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে তা ঠিক করার জন্য রাস্তার পাশে রেখে কাজ করা হচ্ছিল। এ সময় আরেকটি প্রাইভেট কার তার সামনে রাস্তার পাশে রাখা হয় পাংচার হয়ে যাওয়া গাড়িটিকে সাহায্যের জন্য। এমন সময় প্রচণ্ড গতিতে সেখানে এসে পৌঁছায় হাই ডিলাক্স বাসটি।
দুর্ঘটনাস্থলে বাসটি প্রথমে দুটি প্রাইভেট কারে সজোরে আঘাত করে। এরপর সড়ক থেকে উল্টে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে আরো ৫ জন মারা যায়। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়।