Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : বাগেরহাট : বাগেরহাটের মোরেরগঞ্জ পৌর BagerhatPhoto-1(05.06.2016)সভার ২নং ওয়ার্ড কাউন্সিলরকে মারপিটের অভিযোগে শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ রাতেই মামলার প্রধান আসামি বাবু খানকে গ্রেফার করেছে। এদিকে কাউন্সিলরকে মারপিটের প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে রোববার মোরেলগঞ্জ বাজারে ঝাঁড়– মিছিল করেছে ২ নং ওয়ার্ডের একদল মহিলা-পুরুষ।
মামলাসূত্রে জানাগেছে,ঘটনার দিন শনিবার সন্ধায় পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মো.ওয়ালিউর রহমান হাওলাদার মোরেলগঞ্জ বাজারে ৫নং ওয়ার্ড কাউন্সিলর তপন পোদ্দারের দোকানে বসে অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে কথা বলছিলেন। এসময় মোরেলগঞ্জ বাজারের বাসিন্দা মৃত মোস্তফা খানের ছেলে বাবু খান(৩০) ৫/৬জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ওই দোকনে প্রবেশ করে কাউন্সিলর মো.ওয়ালিউর রহমানকে অতর্কিত মারপিট শুরু করে।হামলাকারী আসামিরা চায়নিজ কুঠার দিয়ে কুপিয়ে কাউন্সিলর মো.ওয়ালিউর রহমানকে রক্তাক্ত জখম করে।এসময় হামলায় নেতৃত্বদানকারী বাবু খান কাউন্সিলরের গলায় থাকা দেড় ভরি ওজনের একটি স্বর্নের চেইন ছিনিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন মুমুর্ষ ও রক্তাক্ত অবস্থায উদ্ধার করে আহত কাউন্সিলর মো.ওয়ালিউর রহমানকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওয়ালিউর রহমানের ছেলে জায়েদ বীন অলি বাদী হয়ে উক্ত বাবু খানসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে ওই রাতেই থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ রাতেই হামলাকারী বাবু খানকে গ্রেফতার করেছে।