খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : বাগেরহাট : বাগেরহাটের মংলায় অনুষ্ঠিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ৮৮তম ব্যাচের রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মংলায় বিজিবি’র ৮৮তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত । বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন মংলার দিগরাজ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজিবি’র যশোরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনার অধিনায়ক লে: কর্নেল মো: আরিফুল হকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান নবীন সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে সেরা নবীন সৈনিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গত ১০ জানুয়ারী হতে সেক্টর সদর দপ্তর খুলনার তত্ত্বাবধানে ও ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খুলনার ব্যবস্থাপনায় মংলার দিগরাজ প্রশিক্ষণ কেন্দ্র্রে ৮৮তম ব্যাচের রিক্রুটদের প্রশিক্ষণ শুরু হয়। দীর্ঘ প্রশিক্ষণ শেষে রবিবার কুচকাওয়াজের মাধ্যমে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।