Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Rangpurখোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক বখাটের অত্যাচারে স্কুল ছাত্রী স্কুলে যেতে পারছে না। গত ৫দিন ধরে তার স্কুল যাওয়া বন্ধ রয়েছে। এমনকি উপজেলা নির্বাহি অফিসার বরাবর অভিযোগ করেও কোন ফল হয়নি। অভিযোগ সূত্রে জানা যায়;উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর সরকার পাড়া গ্রামের লোকমান হোসেনের কন্যা কালুপাড়া গুটিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনিতে অধ্যয়নরত। সে স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের আঃ কাইয়ুমের পুত্র বখাটে চান মিয়া(৩০)প্রায় সময় তাকে কু-প্রস্তাব দেয়। গত ৬ মাস আগেও সে মেয়েটিকে শারিরিকভাবে লাঞ্চিত করে। মেয়েটির বাবা উপায় না পেয়ে ঐ সময় বদরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার নং-৮২ তারিখ-৩জানুয়ারি/১৬। এর পর হতে বখাটে চান মিয়া বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে মেয়েটিকে। গত ৩০মে হতে বখাটে চান মিয়া আবারো স্কুল যাওয়ার পথে মেয়েটির পথরোধ করে এবং কু-প্রস্তাব দেয়। এতে মেয়েটির অভিভাবকরা মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেন এবং বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা নির্বাহি অফিসার ওসি বদরগঞ্জ থানাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা থাকলেও ৫দিন অতিবাহিত হবার পরেও কোন ব্যবস্থা হয়নি। এ কারনে মেয়েটি ৫দিন হতে স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান মূঠোফোনে জানান; বিষয়টি আমি জানি। আমি বদরগঞ্জের বাহিরে অবস্থান করছি ফিরে এসে বিষয়টি দেখব। বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার কাজি আবেদা গুলশান জানান; বিষয়টি আমি ওসি সাহেবকে তদন্ত করতে বলেছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।