খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, মোহাম্মদ ফজলে আজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: মনির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক এবং সকল শ্রেনী পেশার লোকজন আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তেব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। তাছাড়া সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরন ও সম্পৃক্তকরনের লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তরা আরো বলেন, বাংলাদেশ তথ্য ও প্রযুক্তিসহ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে বলেও দাবী করেন। তাছাড়া শিক্ষা, তথ্য, যোগাযোগ, রেমিটেন্স, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা বানিজ্যসহ সকল ক্ষেত্রে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডেরও ফিরিস্তি তুলে ধরেন। সরকারের ঘোষনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি মধ্যম আয়ের দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।