খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : কামরুল হাসান, ঠাকুরগাঁও :জেলা ঠাকুরগাঁও জেলায় পালিত হলো বিশ^ পরিবেশ দিবস। ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচাও প্রকৃতি বাঁচাও দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। আজ রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় অতিরিক্তি জেলা প্রশাসক ফজলে রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমূখ। র্যালিতে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, এনজিও সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় – অন্যদিকে একই দিনে বালিয়াডাঙ্গী উপজেলাতে ‘এড় ডরষফ ভড়ৎ খরভব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ উদযাপন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন। এই উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে র্যালিটি বালিয়াডাঙ্গী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাফীয়ার রহমান, উপজেলা পরিষদের কর্মকর্তা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় ।