খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : মেয়ের ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই মেয়ের প্রেমিক দশম শ্রেণির এক ছাত্রকে বাড়িতে ডেকে কুপিয়ে খুন করলেন বাবা। এমন অভিযোগই উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া এলাকার এক বাবার বিরুদ্ধে!
হলদিয়া পুলিশের বরাত দিয়ে জিনিউজ জানায়, গত বুধবার রাতে হলদিয়ার চকদ্বীপা এলাকার দশম শ্রেণির ছাত্রকে মেয়েকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে ডেকে পাঠান অভিযুক্ত বাবা। আর ছাত্রটি মেয়ের বাড়িতে পৌঁছাতেই শুরু হয় বেধড়ক মার। বেঁহুশ হয়ে পড়লে ছাত্রের গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ।
পুলিশ আরো জানায়, খুনের পর মৃতদেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন অভিযুক্ত। পরে রাতেই সেখান থেকে দেহ তুলে নিয়ে ৫০০ মিটার দূরের একটি ঝোপে লুকিয়ে ফেলেন তিনি। এরপর সেদিন ভোররাতেই মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্ত।
বুধবার থেকে ছেলে ঘরে না ফেরায় হলদিয়ার ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। কিন্তু দুদিন ধরে ওই ছাত্রের হদিস পায়নি পুলিশ।
মৃতের পরিবারের দাবি, গতকাল শনিবার দুপুরে এক আত্মীয়ের মোবাইল থেকে মৃত প্রেমিকের বোনের স্বামীকে ফোন করে পুরো ঘটনা জানায় ছাত্রী।
আর এই খবর পাওয়ার পরই পুলিশ গিয়ে ঝোপ থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে। এরপরই মেয়ের বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।