Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত প্রতিবেশী দেশ ভারত সফরে যাওয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী আগস্টে একমাত্র টেস্ট খেলতে কলকাতায় যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে ভারতের ব্যস্ত সূচির কারণে সেই সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। অবশেষে সেই শঙ্কা দূর করার লক্ষ্যে টেস্ট ম্যাচের সূচি জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ওদের (বিসিসিআই) সাথে যখনই কথা হয়, তখনই তারা আমাদের জানায় আমাদের সঙ্গে তারা খেলবে, আমরা ভারতে যাব। কিন্তু তারা নিশ্চিত করে আমাদের কোনো তারিখ এখনো দেয়নি। আমাদের সিইও গতকাল অফিসিয়ালি তাদেরকে চিঠি দিয়েছেন। আমরা জানতে চেয়েছি ভারত সফরে আমরা আসলেই কবে যেতে পারব?’
ভারতের সামনে ব্যস্ত শিডিউল রয়েছে। জুনে জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে মহেন্দ্র সিং ধোনির দল। এরপর জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল। ২২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাড়ি ফিরবে টিম ইন্ডিয়া।
অক্টোবরে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্ট, ৫ ওয়ানডে এবং নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজও বিসিসিআই চূড়ান্ত করে ফেলেছে। কিন্তু আগামী আগস্টে বাংলাদেশ সফরের বিষয়টি ঝুলিয়ে রেখেছে বিসিসিআই। যে কারণে সূচি জানতে চেয়ে চিঠি দেয় বিসিবি।
অবশ্য এখনো আইসিসির এফটিপি অনুযায়ী, আগস্টের শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কোনো আন্তর্জাতিক খেলা নেই ভারতের। ফলে ভারত চাইলে বাংলাদেশকে এই সময়টাতে ‘স্লট’ দিতে পারে।