Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪ সোমবার, ৬ জুন ২০১৬: ১৯ বছর বয়সের এক যুবকের কানের ভেতর থেকে চিকিৎসকরা বের করলেন ২৬টি জীবন্ত তেলাপোকা!
ঘটনাটি গুয়াংডুর ডংগুয়ান শহরের। শহরটির বাসিন্দা ১৯ বছরের যুবক লি এক মাঝরাতে ঘুম ভেঙে দপ করে উঠে বসলেন। ডান কানে অসহ্য ব্যথা। ব্যথা ক্রমশ বেড়েই চলে। শেষমেশ যন্ত্রণা থেকে রেহাই পেতে ডাক্তারের কাছে ছোটেন তিনি।
পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার কানের ভেতর বাসা বেঁধেছে জীবন্ত আরশোলা। এরপর এন্ডোস্কপি রিপোর্টে দেখা যায়, লির কানের ভেতর কয়েক সপ্তাহ ধরেই বাসা বেঁধে আছে একটি আরশোলা। আর সে ডিম পেড়েছে কানের ভেতরেই। সেই ডিম থেকে বের হয়েছে ২৫টি বাচ্চাও।
চিকিৎসকরা জানান, কানের স্পর্শকাতর জায়গায় আরশোলার নড়াচড়ায় চরম ক্ষতিগ্রস্ত কানের ভেতরের চামড়া। পুজ জমে ফুলে উঠেছে কানের ভেতর। পরে অস্ত্রোপচার করে আরশোলাগুলি বের করেন চিকিৎসক।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে যেতে আর একটু দেরি হলে চিরদিনের মতো শ্রবণক্ষমতা হারিয়েও ফেলতে হত।