খোলা বাজার২৪ সোমবার, ৬ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: জেলার পীরগাছায় বিজ্ঞান মনস্ক পরিবেশ গড়ি বিজ্ঞান ভিতি দুর করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যামিক বিদ্যাালয়ে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্পে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় পীরগাছা জে এন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন নির্বাহী পরিচালক নুরুল ইসলাম দুলু । এসময় প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু,সহকারী কমিশনার (ভুমি) নাসিম আহম্মেদ,ফ্রিডম ফাউন্ডেশনের প্রাগাম অফিসার মো: মোরশেদ আলম,দেবী চৌধুরানী পল্লি উন্নয়ন কেন্দ্রের প্রোগাম ডাইরেক্টর ইরফানুল বারী,উপজেলা সম্বনয়কারী (শিক্ষা)ওবায়দুর রহমান,গোলাম মোস্তফা,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও শাহজাহান মিয়া প্রমুখ । উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহনকারী ৩০ টি মাধ্যামিক স্কুলের তিন টি শ্রেষ্ঠ স্টলও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী তিন জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে ।