Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

cce0a8d9-4718-40e9-8e37-dd60faea7a60খোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: মৌলভীবাজারে যায়যায়দিনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা ফ্রেন্ডস ফোরামের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ। পরে এক বর্ণাঢ্য র‌্যালী মৌলভীবাজার শহর প্রদক্ষিণ শেষে চৌমূহনাস্থ উত্তরা মার্কেটে জেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন। যায়যায়দিনের জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ বকশি ইকবাল আহমদ, ইত্তেফাকের সাবেক জেলা প্রতিনিধি আমিনুর রশিদ বাবর,সাংবাদিক সৌমিত্র দেব টিটু,মোঃ সিতাব আলী,এমদাদুল হক,মশাহিদ আহমদ, কবি পুলক কান্তি ধর প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদ সদস্য আনহার আহমদ সমশাদ, সাপ্তাহিক মুক্তথার সম্পাদক মামুনুর রশীদ মহসিন, বহলুল আহমদ, স,ই, সরকার জবলু, লেখক ও সাংবাদিক পূর্নেন্দু দাশ পবিত্র, দুরুদ আহমদ,আব্দুল কাইয়ুম, মতিউর রহমান, মামূনুর রশীদ চৌধুরী মসু,ফটো সাংবাদিক মহসিন আহমদ প্রমূখ।