Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: জেলায় নির্বাচনী সহিংসতার জেরে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জেলে। ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আবু সাইদ বাবু আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন জানালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত শাহা জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৭ মে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নে সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে বেশিরভাগ কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ বাবুর বিজয়ের খবর ছড়িয়ে পড়লে প্রশাসন ৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশে টালবাহানা শুরু করে। এ খবর জানতে পেরে সন্ধা সাড়ে ৭ টায় হাজার হাজার জনতা ফলাফল প্রকাশের দাবিতে মধূপুর ভোটকেন্দ্র ঘেরাও করে রাখে। তাদের উদ্ধারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে নির্বাহী ম্যজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা, র্যাব-১৩ এর এএসপি বসির আহম্মেদ এর গাড়ির কাঁচ ভেঙে যায় এবং তারা আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও পুলিশ ২২ রাউন্ড শর্টগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে ফলাফল প্রকাশ না করে শহরে চলে আসে। এরপর উত্তেজিত জনতা ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে মধূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় এবং বিভিন্ন শ্রেণিকক্ষের দরজা জানালা ও চেয়ার টেবিলসহ অন্যান্য সরঞ্জাম তছনছ করে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার ফাঁড়াবাড়ি আঃ রশিদ ডিগ্রি কলেজের প্রভাষক জমির উদ্দীন বাদী হয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাঁধাদান, ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি গাড়ির ক্ষতিসাধনের অভিযোগে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ বাবুসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকশ লোককে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আবু সাঈদ বাবুর জামিন শুনানিতে অংশ নেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, মোস্তাক আলম টুলু, বলরাম গুহ ঠাকুরতাসহ অনেকে। কিন্তু বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত শাহা জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।