Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: এ বছর বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে। শেষ হবে ৫ সেপ্টেম্বর।
মঙ্গলবার বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেছেন।
চলতি বছর সৌদি আরবে হজযাত্রা নির্বিঘœ করতে বিমান মন্ত্রণালয়ে মঙ্গলবার এক প্রস্তুতি সভা শেষে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
রাশেদ খান মেনন জানান, বাংলাদেশ বিমান ১৭ সেপ্টেম্বর ফিরতি ফ্লাইট শুরু করে শেষ করবে ১৬ অক্টোবর।
মন্ত্রী জানান, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে ১১২টি ফ্লাইটে মোট ৫২ হাজার হজযাত্রী পরিবহন করবে।
মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যাওয়ার জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। ৫ হাজার হজযাত্রী বিবেচনাধীন রয়েছেন।
উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যেতে পারবেন।