খোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছেন হিলারি ক্লিনটন। প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পাওয়ায় দলটি তাকে মনোনয়ন দিয়েছে বলে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
হিলারি ক্লিনটন ২ হাজার ৩৮৩ জন ডেলিগেটের সমর্থন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বার্নি সান্ডার্স পেয়েছেন ১ হাজার ৫৬৬ ডেলিগেটের সমর্থন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে কোনো দলের হয়ে হিলারিই প্রথম নারী প্রার্থীর মনোনয়ন পেলেন।
তবে বার্নি সান্ডার্স বলছেন, হিলারি ডেমোক্রেট দলের মনোনয়ন এখনও জেতেননি। কারণ তিনি (হিলারি) সুপার ডেলিগেটদের সমর্থনের উপর নির্ভর করছেন। কিন্তু তারা জুলাই মাসে দলের সম্মেলনের আগে ভোট দিতে পারবেন না।