Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Sarishabari-(2)(1)খোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ঐতিহাসিক গণময়দানে সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল (ফাইনাল) টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতপোয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের, কামরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুনসুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারি, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন, আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব আকন্দ, সাধারন সম্পাদক নিয়ামুন নাসির ভুঁইয়া মিন্টু, সাংগঠনিক সম্পাদিক মোখলেছুর রহমান প্রমুখ।
ফাইনাল টুর্নামেন্টের বালক দলে চেচিয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পোগলদিঘা ইউনিয়ন) বনাম শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাতপোয়া ইউনিয়ন) অংশগ্রহন করে। ট্রাইবেকারে ৪-৩ গোলে চেচিয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পোগলদিঘা ইউনিয়ন) বালক চ্যাম্পিয়ন হয়। বালিকা দলে ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাতপোয়া ইউনিয়ন) বনাম ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভাটারা ইউনিয়ন) অংশগ্রহন করে। ১-০ গোলে ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাতপোয়া ইউনিয়ন) বালিকা চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং ক্ষুদে ফুটবলারদের হাতে ট্রফি ও ব্যাজ তুলে দেন।