Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jamalpurখোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: অবশেষে মঙ্গলবার প্রথম রমজানে সকালের পড় থেকে হালকা বৃষ্টি হওয়ায় জণমনে স্বস্থির আবাস। বেশ কয়েকদিন যাবৎ জামালপুরের সরিষাবাড়ী প্রচন্ড তাপ দাহে মানুষের জীবণ যাত্রা অতিষ্ট হয়ে উঠেছিল। স্বাভাবিক কার্যক্রম স্থবির হওয়াসহ স্মায়ূবিক রোগীদের ক্ষেত্রে এর প্রভাব ছিল আরও বেশী। মানুষের মনে দ্বিধা ছিল অত্যাসন্ন পবিত্র রমজান মাসে এমন তাপ দাহ থাকলে মানুষ স্বাভাবিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে না পারার পাশাপাশি রোজাদারের সংখ্যাও কমে যেতে পারে।
অবশেষে সরিষাবাড়ীতে মঙ্গলবার প্রথম রমজানে সকালের মহান আল্লাহ তা’লার অশেষ মেহেরবানীতে কোন ঝড় ঝঞ্জা ব্যতিরেখে এক পশলা বৃষ্টি হওয়ায় স্বস্থি প্রকাশ করেন অনেকেই। সোমবার চাঁদ দেখা গেছে বলে ৭জুন অনুষ্ঠিত হবে পবিত্র মাহে রমজান। আর জৈষ্ঠের প্রচন্ড তাপ দাহে রোজাদারগণ চরম কষ্ট পোহাবে এমনটাই আশঙ্কা ছিল সাধারণের মাঝে। সর্বপ্রজ্ঞাময় মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় হালকা বৃষ্টি হলেও আশঙ্কা কেটেছে মানুষের মনের।সাধারণ মানুুষ আশা করছেন আজ থেকেই অতিরিক্ত কষ্ট ব্যতিরেখে রোজা পালন করতে পারবেন তারা।