খোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: কয়দিন আগে তাজিকিস্তানের মাঠে তাদেরই কাছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফের হোম ম্যাচেও এবার হেরেছে মামুনুলরা। তবে ব্যবধান কিছুটা কম।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচে তাজিকিস্তানের কাছে ১-০ গোলের ব্যবধান হেরে যায় ডি ক্রুইফের শিষ্যরা।
তাজিকিস্তানের কাছে এই ম্যাচে হারলেও এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের। ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জিততে হবে মামুনুলদের।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডি-বক্সের একটু বাইরে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেন ডিফেন্ডার রায়হান হাসান। ফ্রি-কিক থেকে মিডফিল্ডার আখতাম নাজারভ চমৎকার গোল করেন অতিথি দলটির পক্ষে। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
পরবর্তী সময়ে ম্যাচে ফেরার জন্য বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি একটিও। তাই ঘরের মাঠেও হারের স্বাদ নিতে হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে।