Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: অলংকারের দোকানে ঢুকে সাড়ে নয় হাজার রুপি (১৪৪ মার্কিন ডলার) লুট করে নিয়েছে এক বানর। সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশের গানটার শহরে এই ঘটনা ঘটেছে।
বানরের অলংকারের দোকান লুটের ঘটনাটি বেশ অভিনবই বলতে হবে। বানরটি অলংকারের দোকানে এর পেয়ারা ফেলে। পরে দোকানের কাঁচের সামনে দাঁড়িয়ে এটি চিৎকার জুড়ে দেয়।
অলংকারের দোকানের মালিক হাফপোস্ট ইন্ডিয়াকে বলেন, বানরের চিৎকার শুনে পেয়ারাটি কুড়িয়ে বানরকে ফেরত দেওয়া হয়। তবে বানরটি এরই মধ্যে দোকানে ঢুকে পড়ে। বানরটি প্রথমে এক কর্মচারীর ওপর হামলা করে। প্রায় ২০ মিনিট দোকানের মধ্যেই ছিল বানরটি। হঠাৎ করেই ড্রয়ার খুলে সাড়ে নয় হাজার রুপি নিয়ে বানরটি পালিয়ে যায়।
দোকানের এক কর্মচারী বলেন, বানরটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেন দোকান মালিক। এমনকি তাঁর দিকে কলাও বাড়িয়ে দেওয়া হয়। তবে বানরটির মোটেও এক কলার দিকে আগ্রহ ছিল না। এটি হয়তো বুঝতে পেরেছিল, যে অর্থ হাতানো হয়েছে তা দিয়ে ট্রাকভরা কলা কেনা যাবে।
হিন্দুস্তান টাইমস জানায়, বানরটি সফলভাবে অলংকারের দোকান থেকে অর্থ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আর বানরটিকে কারাগারে নেওয়া অথবা কোনো সন্দেহভাজনকে আটকের কোনো খবর পাওয়া যায়নি।
অলংকারের দোকানে ঢুকে বানরের কর্মকাণ্ড সেখানে থাকা সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। ইউটিউবে পোস্ট করা ওই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।