Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1465309319_1111খোলা বাজার২৪, বুধবার, ৮ জুন ২০১৬: জেলায় পালিত হলো সাংবাদিকদের বেসিক আউটসোর্সিং ট্রেনিং। মঙ্গলবার লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় সাংবাদিকদের ব্যাসিক আউটসোর্সিং বিষয়ে একদিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ কম্পিউটার ল্যাবে সুশীলন এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, আইটি স্পেসালিস্ট এম ই এইচ নুর প্রমূখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এখনো আই. সি. টিতে অনেক পিছিয়ে আছে। দেরি হলেও এখন আমাদের দেশের সরকার আই. সি. টির দিকে গুরুত্ব দিয়েছে। এতে করে যেমন আমাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে তেমনি দেশের জনগণের আই. মি. টি সর্ম্পকে দক্ষতা বৃদ্ধি পাবে।