Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার ঘটনায় শাহজাহান ওরফে রবিন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি এ ঘটনার ‘মূল হোতা’ বলে পুলিশের ধারণা।
নগর পুলিশ কমিশনার কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে বায়েজিদ বোস্তামী থানার শীতল ঝরনা এলাকা থেকে শনিবার সকালে এই যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
ইকবাল বাহার বলেন, ঘটনার সময় ঘটনাস্থলের পাশেই তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তিনি ঘটনার ‘মূল হোতা’ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় ৫ জুন সকাল ৭টায় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে মিতু খুন হন। হত্যার পর রাতে পাঁচলাইশ থানার এক এসআইকে দিয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে মামলার করার সিদ্ধান্ত হলেও ৬ জুন বাবুল আক্তার নিজে বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।