Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম-সহিংসতায় স্থগিত হওয়া ৩৪৬টি কেন্দ্রে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
দেড় শতাধিক ইউপিতে এসব কেন্দ্র স্থগিত রয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুযায়ী স্থগিত কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের ওয়ার্ড চিহ্নিত করে পুনরায় ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
“রমজানের মধ্যে পুনঃভোটের সম্ভাবনা ক্ষীণ। ঈদুল ফিতরের পরে পুনঃভোটের জন্য প্রস্তাব রাখা হবে। সব কিছু পর্যালোচনা করে ইসি স্থগিত কেন্দ্রে পুনঃভোটের জন্য সময় নির্ধারণ করবে,” বলেন উপ-সচিব ফরহাদ।
ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৬৫টি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৩৭টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ২৬টি, চতুর্থ ধাপে ৭ মে ৫৩টি, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩টি ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
স্থগিত কেন্দ্রের কারণে চেয়ারম্যান পদে ফল ঘোষণা ঝুলে রয়েছে অন্তত ১০৪টি ইউপির। এসব ইউপি সংশ্লিষ্ট সদস্য পদ ছাড়াও অর্ধশতাধিক ইউপিতে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের ফল চূড়ান্ত হবে ফের ভোট নেওয়ার পর।
ইউনিয়ন পরিষদের নবম সাধারণ এই নির্বাচনে ছয় ধাপে ৪৫ হাজারের বেশি কেন্দ্র ছিল। এরমধ্যে মাত্র ৩৪৬টি স্থগিত করেছে ইসি।
তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় এই নির্বাচনে এবারই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হয়।
নির্বাচন নিয়ে অনিয়ম-সহিংসতার অভিযোগের মধ্যেও ইসি বলে এসেছে, ১ শতাংশেরও কম কেন্দ্রে গোলযোগ হয়েছে। সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে।
গত ফেব্র“য়ারিতে তফসিল ঘোষণার পর ছয় ধাপের ভোটের শেষ দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেন, আগের চেয়ে এবার ভোট ভালো হয়েছে।
তিনি জানান, নির্বাচনে সারা দেশে নির্বাচনপূর্ব অনিয়ম ও আচরণবিধি ভঙ্গের অপরাধে অন্তত ৫০০ জনকে ১২ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
যখন যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং যারাই অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
ক্ষমতাসীন দলের সাংসদ ভোটে ‘প্রভাব খাটানোয়’ রাজশাহীর বাগমারা উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩০টি ইউপির ভোট স্থগিত করেছে ইসি।
কর্মকর্তারা জানান, এসব ইউপিতে পুনঃভোট বা পুনঃতফসিল হবে কি না- তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। কবে নাগাদ ভোটের সূচি নির্ধারণ করা হবে- তা নিয়ে পরে আলোচনা হবে।
দেশের সাড়ে চার হাজার ইউপির মধ্যে ছয় ধাপে ৪০১৪টিতে ভোট শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও আদালতের আদেশ সাপেক্ষে বাকিগুলোয় সুবিধাজনক সময়ে ভোট করবে ইসি।