Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

natoreখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: বিশেষ অভিযানে নাটোর জেলার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সরকারী নিষেধাক্কা অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে সড়কে মোটরসাইকেল চলাচলকারীদের চেক করা হয়। আজ দুপুরে গ্রেফতারকৃতদের ক্ষাদালতে প্রেরণ করা হবে। অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।