Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: বিশ্বের সবচেয়ে শান্তির দেশ কোনটি? উত্তরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের নাম প্রথম সারিতে আসবে না। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বিশ্ব শান্তি সূচক প্রকাশ করেছে।
আইইপি এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় একধাপ এগিয়েছে।
বিশ্ব শান্তি সূচকে সবচেয়ে এগিয়ে থাকা প্রথম ১০টি দেশ : ১. আইসল্যান্ড, ২. ডেনমার্ক, ৩. অস্ট্রিয়া, ৪. নিউজিল্যান্ড, ৫. পর্তুগাল, ৬. চেক রিপাবলিক, ৭. সুইজারল্যান্ড, ৮. কানাডা, ৯. জাপান, ১০. স্লোভেনিয়া।
২০১৬ সালে শান্তির তালিকায় উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে ৪৭তম যুক্তরাজ্য, ৮৩তম বাংলাদেশ, ১০৩তম যুক্তরাষ্ট্র, ১১৫তম মিয়ানমার, ১২০তম চীন, ১২৯তম সৌদি আরব, ১৪১তম ভারত, ১৫৩তম অবস্থানে পাকিস্তান। তালিকায় সবশেষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া (১৬৩)।
জরিপের সময় প্রতিটি দেশের ২৩ বিষয় বিবেচনায় রাখা হয়, যেগুলো শান্তির সঙ্গে সম্পর্কিত। এগুলোর মধ্যে রয়েছে- প্রতিটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে সংঘর্ষে জড়ানো, অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা বিক্ষোভ, অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের ভেতর বাস্তুচ্যুত মানুষের অনুপাত, সামরিকায়নের মাত্রা।
এর আগে গত বছর বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম। সে হিসেবে একধাপ এগিয়েছে দেশটি। সেবার ভারত, পাকিস্তান সৌদি আরবের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ।
এবারও এসব দেশ ছাড়া যুক্তরাষ্ট্রের চেয়ে শান্তি সূচকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।