খোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী সীমান্তের ৯৩৭নং পিলারের ৪নং সাব পিলারের নিকট নোম্যান্স-ল্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে গোটা সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
সীমান্তবাসীরা জানান, উপজেলার শিমুলবাড়ী সীমান্তের ৯৩৭নং পিলারের ৪নং সাব পিলারের নিকট পাট ক্ষেতের ভিতর দিয়ে ভারত-বাংলাদেশের যৌথ একটি ১০/১৫ জনের চোরাকারবারী দল গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় বসকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ২টি হাত বোমা নিক্ষেপ করে। হাত বোমার বিকট শব্দে চোরাকারবারীরা কাঠের তৈরী গরু পারাপারের ফাট্টা ফেলে পালিয়ে যায়। আকর্ষ্মিক বিকট শব্দে সীমান্তে বসবাসকারী জনসাধারন আতংকে দিক-বেদিক ছোটাছুটি করে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
৪৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার সামছুল হক জানান,শব্দ শুনেছি,তবে গরু পারাপার হতে দেখিনি। ঘটনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে।