Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bagerhatখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাট ও মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দিনমজুরসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন-বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের আজম শেখ (৪৮) ও মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের আল আমীন খান (৩৫)। মোরেলগঞ্জের পূর্ব চন্ডিপুর গ্রামে বজ্রপাত হলে আল আমীন খান নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। এসময় মধু শেখ (৬৫) নামে অপর একজন গুরুতর আহত হন। বজ্রপাতে পূর্ব চন্ডিপুর ও পুটিখালী গ্রামে দু’টি গরুও মারা গেছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, দুপুরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। অন্য দিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম গাজী জানান, দুপুরে বজ্রপাতে আহত আজম ও খান জাহান আলী (৫০) নামে দুই দিনমজুরকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আজম স্বাস্থ্য কমপ্লেক্সের আনার আগেই মারা যান। আহত খান জাহান আলীকে আশঙ্কা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুপুরে বৃষ্টির মধ্যে মোল্লাহাট উপজেলার কেন্দুয়া বিলে শেখ হেমায়েত হোসেন নামে এক ব্যক্তির চিংড়ি ঘেরে কাজ করার সময় তারা বজ্রাপাতে হয়েছিল।