Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

thakurgaonখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : সাড়া দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে জামায়াত-শিবির সহ গ্রেফতার ৪৫। সন্ত্রাস ও জঙ্গিবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানে ঠাকুরগাঁও জেলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ঠাকুরগাঁও পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও সদর, রুহিয়া, পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গি ও হরিপুর থানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থেকে ৩০ জন, রুহিয়া থেকে ২ জন, বালিয়াডাঙ্গি থেকে ৪ জন, রানীশংকৈল থেকে ৪ জন, হরিপুর থেকে ৪ জন ও পীরগঞ্জ থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, জামায়াত-শিবির ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সদর থানার ওসি মশিউর রাহমান জানান, বিভিন্ন ধরনের মামলার ওয়ারেন্ট আছে এছাড়াও দেশের সন্ত্রাসী কার্যক্রম ও অস্থিতি পরিস্থিতি ঘটাতে পারে এমন অভিযোগে উপরক্ত আসামিদের আটক করা হয়। তবে জেলার পরিস্থিতি ভাল ও পুলিশের অনুকূলে আছে। সন্ত্রাসী মোকাবেলায় পুলিশ প্রশাসক সতর্ক অবস্থানে আছে। যেকোনো পরিস্থিতি তাৎক্ষনিক ভাবে পুলিশকে জানানোর জন্য অহব্বান জানান তিনি।