Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bagerhatখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: রামপাল বাগেরহাট: রামপাল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক ডাকাতসহ ৩ জনকে আটক করেছে। রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবীপুর গ্রামের আরশাদ আলীর পুত্র হোসেন আলী জোয়ারদার (৩৫) কে শুক্রবার রাতে ফয়লা বাজার এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় ৭ বছরের সাজা রয়েছে। আটককৃত হোসেন আলী জোয়ারদার জানান, ডাকাতি মামলায় সে ইতিমধ্যে সাজা ভোগ করে বেরিয়ে এসেছে। কি কারনে রামপাল থানায় তার ওয়ারেন্ট রয়েছে তা অবশ্য পুলিশ বলতে পারেনি। রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন আটকের কথা নিশ্চিত করেন। অপর দিকে রনসেন এলাকার জলিল শিকারির পুত্র লিয়াকত শিকারি (৪০) কে শুক্রবার রাতে রনসেন ব্রিজ এলাকা থেকে ১শ গ্রাম গাজাসহ পুলিশ আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ মামলা করেছে। শনিবার সকালে রামপাল থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। এছাড়া মংলা-ঘষিয়াখালী চ্যানেলের সংরক্ষন ড্রেজিং কাজে নিয়োজিত খাঁন গ্রুপের কর্মচারী মঞ্জুর হোসেন মঞ্জু (৪৫) কে একই কোম্পানির অপর কর্মচারী মোকাম্মেল হোসেন কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগেরহাট সদর উপজেলার বাগমারা গ্রাামের ইসলাম শেখের পুত্র মোকাম্মেল হোসেন (৩০) কে জনতা হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। ওই ড্রেজিং কোম্পানির কর্মচারীদের মধ্যে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এ ব্যাপারে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের ডেজিং কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সহকারী ইঞ্জিনিয়ার আঃ রউফের সাথে কথা হলে তিনি কিছুই জানেন না বলে জানান। তবে রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।