খোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: রামপাল বাগেরহাট: রামপালের তালবুনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ২টি দোকান ঘর ভাংচুর, নগদ র টাকাসহ মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। দোকান মালিক মোঃ দিদারুল আলম বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারা হলেন, একই গ্রামের আক্কাস মোল্যার পুত্র লিটন মোল্যা (৩৫), শুকুর মোল্যার পুত্র জুলহাস মোল্যা (২৫), আলম মোল্যার পুত্র গাউছ মোল্যা (৪৫), সাহেব আলীর পুত্র হুমায়ুন আকঞ্জী (৩৮), গাউছ মোল্যার পুত্র সোহেল মোল্যা (১৬), আলম মোল্যার পুত্র আক্কাস মোল্যা (৫৫), সাহেব আলীর পুত্র মাবি আকঞ্জী (৫০) সহ অজ্ঞাতনামা ১০/১১ জন। দোকান মালিক দিদারুল আলম জানান, শনিবার সকাল ৯ টায় দিকে চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে দা, শাবল , লোহার রড নিয়ে ইলেকট্রনিক্স এর দোকানে হামলা ও ভাংচুর পূর্বক বিপুল পরিমান মালামাল লুট করে নেয়। এসময় ক্যাস বাক্সে থাকা ৩৫ হাজার টাকা নেয় বলে অভিযোগে প্রকাশ। এ ব্যাপারে রামপাল থানার ওসি বেলায়েত হোসেন জানান, দূবৃত্তদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।