খোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির সমালোচনা করে বলেছেন, ২০১৩ এবং ১৪ সালে তারা পরাজিত হয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারাই এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। পুরোহিত, ধর্মযাজক, বিদেশিদের টার্গেট করে কিলিং করা হচ্ছে।
আজ শনিবার ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগকে দোষারোপ করে প্রকারান্তরে জঙ্গিদের সমর্থন দিচ্ছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘এসব হত্যাকাণ্ড কারা করেছে তা আমরা সাধারণত আলোচনা করি না। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেদিন হাইকোর্টের একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগকে দোষারোপ করেছেন। যার মানেই হলো জঙ্গিদের সমর্থন দিচ্ছেন।’
‘আসলে জঙ্গিদের নামে দেশে অরাজকতা চালাচ্ছে জামায়াত-শিবির।’
জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশসহ (জেএমবি) জঙ্গি নামে যারাই ধরা পড়ছে তারা জামায়াত-শিবিরের নেতাকর্মী বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তার পরেও যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করছে। হত্যাকাণ্ডের সব তথ্যই উদঘাটিত হবে। এখন অভিযান চলছে। এই কাজগুলো করছে, তারা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের ক্ষতি করার চেষ্টা করেছিল।’
জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিনের সভাপতিত্বের সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র মোহা. মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন প্রমুখ। এ ছাড়া সভায় স্থানীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়।