খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম যাচাই প্রক্রিয়ার সাথে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে সেলুলার ফোন অপারেটরগণের প্রতি নির্দেশ দিয়েছে সরকার।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা বরাতে বাসস এক প্রতিবেদনে জানিয়েছে, সফলভাবে সিম পুনঃনিবন্ধনের পর রাজধানী থেকে প্রি-একটিভেট সিম আটকের পর তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেয় সরকার।
প্রতিবেদনে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে (বিটিআরসি) খুচরা বিক্রেতা ও তৃতীয় পক্ষের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে অপারেটরগুলোর মুখ্য নিবার্হী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
পুলিশ সম্প্রতি অন্য নামে সিম পুনঃনিবন্ধন করা ১৩টি প্রি-একটিভেটেড সিম আটক করেছে। এ ঘটনায় জড়িত থাকায় ৭ জন খুচরা বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গত ১৬ ডিসেম্বর থেকে গত ৩১ মে পযর্ন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য সময় দেওয়া হয়েছিল।