Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনীতি ও তথ্য) রাজেশ উইকি বলেছেন, ‘বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত সরকার সহযোগিতা করবে। সংখ্যালঘুদেরও আতঙ্ক ক্রমে দূর হয়ে যাবে।
শনিবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন রাজেশ উইকি। জেলায় দুদিনের সফর শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাজেশ উইকি।
আগামী বছর থেকে বরিশালে ভিসা ক্যাম্প খোলা হবে বলে জানান ভারতীয় হাইকমিশনের এ কর্মকর্তা।
রাজেশ উইকি বলেন, ‘বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস প্রদান করেছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারতেরও সহযোগিতার হাত সব সময় আগানো থাকবে।’
রাজেশ উইকি আরো বলেন, ‘বর্তমানে কেবল সংখ্যালঘুরা নয় দেশের মানুষের মধ্যে আতঙ্ক থাকতে পারে। সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে আমরা বিশ্বাস করি।’
এর আগে রাজেশ উইকি গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি আঙিনায় নির্মাণাধীন মন্দির এবং পায়রা সমুদ্রবন্দর পরিদর্শন করেন।